খুলনার খালিশপুরে স্বামীকে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে স্ত্রী’র বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গৌতম জুয়েলার্সে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। দোকানের মালিক গৌতম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তার জ্ঞান ফিরেছে, তবে এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না।
স্থানীয় সূত্র জানায়, স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠছে। বিশেষ করে, এতগুলো চাবি এবং সিন্দুক কীভাবে খোলা হলো, তা কেউ বুঝতে পারছে না।
গৌতম জানান, বনানীর একটি ম্যারেজ মিডিয়ার মাধ্যমে হৃদিকা পাল নামের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। কিছুদিন আগে তাকে বিয়ে করেন। ঘটনার রাতে হৃদিকা তার খাবারের সঙ্গে কিছু মিশিয়ে তাকে অচেতন করেন। এরপর সকালে গৌতম জানতে পারেন, তার দোকানের প্রায় ১০০ ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী পাশের দোকানের মালিক স্বপন খান জানান, সকালে দোকানের সামনে গিয়ে দেখতে পান গৌতমের দোকানের একটি মাত্র তালা লাগানো। সন্দেহজনক মনে হওয়ায় জুয়েলার্স সমিতি এবং পুলিশকে বিষয়টি জানান। ধারণা করা হচ্ছে, নিরাপত্তাকর্মীদের দায়িত্ব শেষে ভোর ৫টার দিকে এই চুরি সংঘটিত হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গেছে, গৌতমের স্ত্রী স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।
গৌতমের বৌদি অর্চনা মৌলিক জানান, সম্প্রতি গৌতম আবার বিয়ে করেছেন। তার ধারণা, সেই স্ত্রী এবং তার ভাই মিলে পরিকল্পিতভাবে এই চুরি করেছেন।
স্বর্ণালঙ্কারের এই রহস্যময় লুটের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্ত শেষে ঘটনার আসল তথ্য জানা যাবে বলে প্রত্যাশা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :