ময়মনসিংহের নান্দাইলে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বিষয়ক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় সাওফা গ্রুপের আয়োজনে উপজেলা হলরুমে সাওফা কৃতি সংবর্ধনা ও শিক্ষা বিষয়ক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়।
সংবর্বধনা অনুষ্ঠানে মানিকগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে ও নান্দাইল বইপড়া আন্দোলনের সাধারন সম্পাদক ফায়জুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদার,বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শামীম সিদ্দিকী,সাংবাদিক এনামুল হক বাবুল,অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ এনামুল হক, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, সাংবাদিক রবিউল আলম ফরাজি, নান্দাইল প্রাথমিক শিক্ষক সিমিতির আহবায়ক আমিনুল ইসলাম আন্জু, সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, মাওলানা মতিউর রহমান,ক্রীড়া শিক্ষক হাফিজুর রহমান রিপন প্রমুখ।
পরে সাওফা গ্রুপের সৌজন্যে নান্দাইলে এসএসসি ও দাখিল ৯০ জন পরীক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্র্যাস্ট উপহার প্রদান করা হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :