AB Bank
ঢাকা শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ীতে ওসি শহিদুল্লাহ‍‍`র তৎপরতায় আইন-শৃঙ্খলার উন্নতি


ধনবাড়ীতে ওসি শহিদুল্লাহ‍‍`র তৎপরতায় আইন-শৃঙ্খলার উন্নতি

টাংগাইলের ধনবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এস.এম. শহিদুল্লাহ। তিনি গত ৩ অক্টোবর  ধনবাড়ী থানায় তার দায়িত্ব গ্রহন করেন। ধনবাড়ী থানায় যোগদানের পূর্বে তিনি পুলিশের প্সেশাল ব্র্যান্স (এস,বি) তে কর্মরত ছিলেন। ধনবাড়ী থানার ওসির দায়িত্ব গ্রহন করেই থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে কৌশল বিনিময় করেন। তিনি ধনবাড়ী উপজেলার পার্শবতী জামালপুর জেলার দেওয়ানগন্জ উপজেলার বাসিন্দা।

তিনি ধনবাড়ী থানায় যোগদান করেই প্রথমে মাদকের আখড়া হিসাবে থানার বিভিন্ন এলাকা চিহ্নিত করে মাদক নিয়ন্ত্রনের কাজ শুরু করেছেন।

ওসি এস. এম শহিদুল্লাহ যোগদানের পর থেকে সৎ চিন্তা, ও আধুনিক রুচিশীলতার কারণে পুলিশের আচার-আচরণ যেমন পাল্টাতে শুরু করছে তেমনিভাবে বদলে গেছে থানার চিত্র। সহজেই জনগণকে সেবা দিতে গ্রহণ করেছে নানান পদক্ষেপ। ৯৯৯ এ ফোন পাওয়া মাত্রই তার নেতৃত্বে ভিকটিমের কাছে পৌছে যায় পুলিশ। সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে থানা ও পুলিশ হয়ে উঠেছে  ধনবাড়ী  উপজেলার মানুষের আস্থার ঠিকানা।

ওসি এস. এম শহিদুল্লাহ‍‍`র  যোগদানের পর থেকে মানবিক ও জনবান্ধন পুলিশ প্রশাসন হিসাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আমুল পরিবর্তন করে চমক দেখাতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, ওসি এস. এম শহিদুল্লাহ এর নেতৃত্বে থাকা অত্র থানার কর্মরত এ.এস.আই,এস.আই, ও নারী পুলিশ সদস্যরা সহ থানার আইন-শৃঙ্খলা পরিবেশ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। রাজনৈতিকসহ বিভিন্ন কঠিন পরিস্থিতিতে কঠোর হাতে আইন-শৃঙ্খলা রেখেছেন স্বাভাবিক। ধর্ম, বর্ণ নির্বিশেষে শত পার্থক্যের ঊর্ধ্বে থেকে সরকারের উন্নয়নমূলক সাফল্যগুলো জনগণের সামনে তুলে ধরতে পুলিশী কার্যক্রম কে রেখেছে বেগবান। তিনার সু কৌশল ও দক্ষতায় জনগণের সাথে ভাল সম্পর্ক গড়ে তুলেছেন। 

তিনি বলেন, পুলিশ জনগণের সেবক, সেবাই পুলিশের ধর্ম, পুলিশই জনতা, জনতাই পুলিশ এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন ওসি  এস. এম শহিদুল্লাহ । তিনি বলেন ধনবাড়ী থানায় টাউট, বাটপার,দালালদের কোন স্থান নেই। যখনই কোন ঘটনা ঘটবে অনুমান করতে পারেন, অনতিবিলম্বে থানায় খবর দিবেন। তিনি আরো বলেন

ধনবাড়ী থানায় যোগদানের পর থেকেই আমি আমার দায়িত্ব সাধ্যমতো পালন করার চেষ্টা করেছি। এ ছাড়াও তিনি বলেন যে- আগামী দিনে যেন আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি।  এ বিষয়ে তিনি উপজেলাবাসী সহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!