গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইউনিয়ন বিএনপির তিন নেতার পদ স্থগিত করা হয়েছে।
সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার কামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ শওকত আলী মানিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম মিয়ার যৌথ স্বাক্ষরে তাদের পদ স্থগিত করে এসংক্রান্ত পত্রাদেশ দেওয়া হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ওই তিন নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।
স্থানীয়সুত্রে জানা গেছে,এরআগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শাহ শওকত আলী মানিকের স্ত্রী নিলুফা ইয়াসমিন মুক্তা কামারপাড়া ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন নিতে যায়।কিন্তু সার্ভার সমস্যা থাকায় দায়িত্বরত সচিব কাজটি দেরি হবে বলে তাকে জানান। এতে নিলুফা ইয়াসমিন ক্ষুব্ধ হয়ে ফিরে বাড়ি ফিরে যান।
কিছুক্ষণ পর শহিদুল ইসলাম সোনা, সাইফুল ইসলাম জাহাঙ্গীর দলবল নিয়ে পরিষদে গিয়ে সচিবকে অকথ্য ভাষায় বকাঝকা করতে থাকেন। এসময় উপস্থিত গ্রাম পুলিশসহ অন্যান্যেরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।এরইমধ্যে পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হয়ে উঠে।একপর্যায়ে আব্দুল গণি আকন্দ নামের একজন গ্রাম পুলিশকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে রক্তাত্ত জখম করা হয়।
এ প্রসঙ্গে কামারপাড়া ইউপি চেয়ারম্যান এ.আর.এম মাহফুজার রহমান জানান, ঘটনার সময় তিনি পরিষদে ছিলেন না। গ্রামপুলিশকে মারপিট ও সচিবকে লাঞ্চিত করার বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, কামারপাড়া ইউনিয়ন পরিষদে সৃষ্ট ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :