ফরিদপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হলে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর সদর উপজেলা শাখার আয়োজনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন কমিটির আহবায়ক অধ্যাপক শরীফ জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: ইউসুফ আলী এবং সদস্য আব্দুল মজিদ ও শিক্ষিকা রেহেনা বেগম প্রিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
উক্ত সম্মেলন উদ্বোধন করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষক ফেডারেশনের সিনিয়র যুগ্ম- মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিঞা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি প্রেসিডিয়াম সদস্য ইমরুল কবির জিহাদ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলামসহ বাংলাদেশ শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতিসহ অন্যান্য সংগঠনের শিক্ষক নেতৃবৃন্দসহ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :