AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবৈধ বালুকাটা এবং হামলার প্রতিবাদে হরিরামপুরে মানববন্ধন


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
০৮:৩১ পিএম, ৩০ নভেম্বর, ২০২৪
অবৈধ বালুকাটা এবং হামলার প্রতিবাদে হরিরামপুরে মানববন্ধন

মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের কোটকান্দি এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর পাড়ে আনলোডার বসিয়ে বালু আনলোডে বাঁধা দেয়ায় এড. নাসির উদ্দীন (৪৫) নামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে।

সে কোটকান্দি গ্রামের মো. সোনামদ্দিনের ছেলে। তিনি কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য।

গতকাল রাত আটটার দিকে কোটকান্দি মোড়ে বালু ব্যবসায়ী জেলা কৃষকদলের যুগ্মসাধারণ সম্পাদক রাকিব হাসান সোহাগ ও জেলা কৃষক দলের সদস্য নিরব আহমেদ রাজ্জাকসহ তার সহযোগীরা এড. নাসির উদ্দীনকে মারধর করে বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় ৩০ নভেম্বর (শনিবার) বিকেল পাঁচটার দিকে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে  কোটকান্দি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা বলেন, আমাদের কাঞ্চনপুর ইউনিয়নের ১৩টি মৌজার মধ্যে ১২টি মৌজাই নদীতে বিলীন গেছে। একটি মৌজার মধ্যে আমরা বসবাস করছি। এমনিতেই প্রতি বছরই বাড়িঘর ভাঙছে। তারপরে নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈভাবে বালি উত্তোলন করে নদীর পাড়েই মেশিন বসিয়ে আনলোড করছে। এতে আমাদের এলাকা নদী ভাঙনে আরও হুমকির মুখে পড়ছে। এতে বাঁধা দিলে আমাদের এলাকার ছেলে এড. নাসির উদ্দীনকে মারধর করে আহত করে। আমারা এর বিচারসহ অবৈধ বালু উত্তোলন বন্ধ চাই।

আহত নাসির উদ্দীন বলেন, গতকাল আমি পদ্মার পাড়ে অবৈধ বালু উত্তোলন ও আনলোডের জন্য বাঁধা দেই। এ ঘটনায় রাত আটটার দিকে কোটকান্দি মোড় ৩ থেকে ৪টা মোটরসাইকেল যোগে আমাকে আক্রমন করে মারধর করে। এতে আমি আহত হই। এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করে। আমি এর বিচার চাই।

কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খান (চাঁন) বলেন, পদ্মা নদী থেকে বালু কাটার ফলে নদীর গভীরতা বেড়ে গেছে এবং নদীর ভাঙ্গণ সৃষ্টি হয়েছে। আমাদের এই কাঞ্চনপুর ইউনিয়ন হরিরামপুর থানার ভিতরে সবচেয়ে বড় একটি ইউনিয়ন ছিলো। যেটা আজকে নদীতে ভেঙ্গে গেছে। শেষ পর্যন্ত আমরা অল্প একটু জায়গার মধ্যে সীমাবদ্ধ আছি। শেষ মুহুর্তে এই সীমাবদ্ধতার মাঝেও থাকতে পারাছি না। বিভিন্ন লোকজন ও দুষ্কৃতকারীরা বিশেষ করে নিরব আহমেদ রাজ্জাক, রাকিবুল হাসান সোহাগ, শহিদুল এই সমস্ত কিছু ছেলেরা অবৈধভাবে বালু কেটে আমাদের ওরা অনেক ক্ষতি করছে৷ আমি এর প্রতিবাদ জানিয়েছিলাম এবং ওদের মেশিন ও  পাইপগুলো খুলে দিয়েছিলাম। যার পরিপ্রেক্ষিতে ওরা ক্ষিপ্ত হয়ে আমাদের এলকার সম্মানিত এডভোকেট নাসির উদ্দীন আহমেদ পিন্টু ওর উপর অতর্কিত হামলা করে। হামলায় সে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। তার মাথা ফাটানো হয়েছে। তাকে কিল, ঘুশি মেরে তার জীবনটায় প্রায় শেষের দিকে। আমিও উপস্থিত ছিলাম আমার গায়েও ধাক্কা, ঘুশি লেগেছে। আমি সেটা নিরবে সহ্য করে নিয়ে আজকে আমি এই মানববন্ধনের একটি আয়োজন করেছি। আমি সর্বপরি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমাদের মানিকগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি আফরোজা খান রিতা আপার উদ্দেশ্যে বলতে চাই আপনি আমাদের এই কাঞ্চনপুর ইউনিয়ন বাসীকে এই নদীর ভাঙ্গণ থেকে রক্ষা করুন। আমি আপনার কাছে অবেদন করছি আমাদের এই কাঞ্চনপুর ইউনিয়নের অবৈধ বালু কাটা থেকে আমাদের পরিত্রাণ দেন আমাদের রক্ষা করুন।

এ বিষয়ে অভিযুক্ত রাকিব হাসান সোহাগ জানান, হামলা এবং বালু ব্যবসা কোনটার সাথেই আমি সম্পৃক্ত না।

জেলা কৃষকদলের সদস্য নিরর আহমেদ রাজ্জাক জানান, আমরা কয়েকজন বালু ব্যবসার জড়িত। কিন্তু হামলার ব্যাপারে আমরা জানিনা। ষড়যন্ত্রমূলকভাবে আমাদের ফাঁসানো হচ্ছে।

মানববন্ধনে আর উপস্থিত ছিলেন, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজহার উদ্দিন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, থানা শ্রমিক দলের সভাপতি বাদশা গায়ান প্রমুখ। এছাড়াও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও এলাকার নারী পুরুষসহ প্রায় দুই শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!