২০২৪ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান করেছে ঝিকুট ফাউন্ডেশন। আজ শনিবার সকাল ১০ টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। সিরাজদিখান থেকে কলেজ ও মাদ্রাসা থেকে পরীক্ষা দেওয়া ছাত্র-ছাত্রীদের এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
ঝিকুট ফউন্ডেশন সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ঝিকুট ফউন্ডেশন সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের সার্বিক ব্যবস্থাপনায় শাহিদুল হাসান শাওনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন ঝিকুট ফউন্ডেশনের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার।
এ সময় উপস্থিত ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, ইসলামপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. জহুরুল ইসলাম, ইসলামপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা একেএম ফখরুদ্দিন রাজি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি শাহানা আফরোজ, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর বাহাউদ্দীন বাহার প্রমুখ।।
পরে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেন। ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত এইচএসসিতে ২৮ জন কৃতী শিক্ষার্থীকে এ বছর সংবর্ধনা প্রদান করে ঝিকুট ফউন্ডেশন ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :