রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর ৫২ কেজি ওজনের একটি বিশাল বাগাইড় মাছ উন্মুক্ত নিলামের মাধ্যম বিক্রি হয়েছে ৭২,৮০০ টাকায়। রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া মাছ বাজারে মাছটি হালিমের আড়তে নিলামে তোলা হয়। প্রতি কেজি ১,৩০০ টাকা দরে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ৬৭,৬০০ টাকায় কিনে নেন।
নদীর এমন বিশাল বাগাইড় মাছ দেখে স্থানীয় বাসিন্দা ও বাজারে উপস্থিত ক্রেতারা এক নজর দেখার জন্য ভিড় জমায়। দৌলতদিয়া মাছ বাজারে মাছটি নিয়ে উৎসাহ ও কৌতূহল দেখা যায়।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান মাছটি দ্রুত টাঙ্গাইলের এক ধনাঢ্য ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন এবং প্রতি কেজি ১,৪০০ টাকা দরে ৭২,৮০০ টাকায় বিক্রি করেন।
শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী সম্রাট শাহজাহান শেখ জানান, “পদ্মার বড় মাছের চাহিদা বরাবরই বেশি। বিশেষত বাগাইড় মাছের মতো বড় মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় এটি খুব দ্রুত বিক্রি হয়ে যায়। এমন মাছ কিনতে ক্রেতারা আগ্রহী থাকেন।”
পদ্মার বিশাল বাগাইড় মাছ নিয়ে স্থানীয় বাজারে এমন আয়োজন প্রায়ই দেখা যায়, যা নদী ও মাছের প্রতি মানুষের ভালোবাসার অনন্য উদাহরণ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :