AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়, মদনে বিএনপি‍‍`র আনন্দ মিছিল


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৬:১২ পিএম, ১ ডিসেম্বর, ২০২৪
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়, মদনে বিএনপি‍‍`র আনন্দ মিছিল

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সকল আসামি উচ্চ আদালত থেকে বেকসুর কালাস পাওয়ায় মাদন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় শুনে তাৎক্ষণিক মদন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করে। (১ ডিসেম্বর) বিকালে মিছিলটি মদন  উপজেলার বিএনপি‍‍`র দলীয় কার্যালয় থেকে  শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা  মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। স্বামীর খালাসের রায় শুনে আল্লাহর কাছে কাছে শুকরিয়া আদায় করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবরের স্ত্রী ও মদন মোহনগঞ্জ খালিয়াজুরী আসনের ধানের শীষের নমিনী তাহমিনা জামান শ্রাবণী।

সভায় বক্তব্য রাখেন, মদন উপজেলা বিএনপির সভাপতি ও চাঁনগাও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম তালুকদার , উপজেলা বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ বদরুজমান মানিক, যুগ্ন আহ্বায়ক সাইফ আহমেদ সেকুল, শামসুল আলম লালু, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ,ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান, পৌর ছাত্রদল সভাপতি মাহমুদুর রহমান মিটু সহ স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলা-বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মী। তাদের অনেকে আজও শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন। অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!