AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার শ্রীপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দুইদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


Ekushey Sangbad
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর, মাগুরা
০৬:৪২ পিএম, ১ ডিসেম্বর, ২০২৪
মাগুরার শ্রীপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দুইদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

“যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা” এপ্রতিপাদ্যকে সামনে নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ওয়াল্ড ফুড প্রোগ্রামের সহযোগিতায় মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় স্বাস্থ্য সহকারি ও পরিবার কল্যাণ সহকারিদের অংশগ্রহনে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসুচির পরিচিতি ও মডিউল-০১ বিষয়ের দুইদিনের প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়েছে।


শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী সভাপতি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।


শ্রীপুর প্রেসক্লাবে সহ-সভাপতি সাংবাদিক আশরাফ হোসেন পল্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, মাগুরার উপ-পরিচালক মোঃ আব্দুল আওয়াল, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন ও উপজেলা পরিবার, পরিকল্পনা কর্মকর্তা মোঃ এনামুল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিউদ্দিন মোল্লা, পরিবার কল্যাণ সহকারি হাসিনা খাতুন ও স্বাস্থ্য সহকারি সবিতা রানী প্রমূখ। 

 
দু’দিন ব্যাপি এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্য সহকারি, পরিবার কল্যাণ সহকারি ও মাতৃত্বকালীণ সুবিধাভোগীসহ ৬৪ জন প্রশিক্ষনার্থী এ কর্মশালায় অংশগ্রহন করেন । প্রশিক্ষণ কর্মশালায় গর্ভবতী মায়ের গর্ভকালীন ৪মাস থেকে শুরু করে শিশুর জন্মের প্রথম ১ হাজার দিনকে প্রাধান্য দিয়ে ৪ বছর বয়স পর্যন্ত মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা,পুষ্টি চাহিদাপূরণ ও বুদ্ধিবৃত্তিক বিকাশের উদ্দ্যেশ্যে এই কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!