মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা পুলিশের আয়োজনে সর্বসাধারণের সমস্যা ও মতামত নিয়ে পুলিশের সাথে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় থানার সভাকক্ষে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান।
লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ও কুমারভোগ দুইটি ইউনিয়ন নিয়ে গঠিত পদ্মা সেতু উত্তর থানা এলাকার শিক্ষক-শিক্ষার্থী, ব্যাবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেষার মানুষ বক্তব্য রাখেন।
বাল্যবিবাহ, মাদক সমস্যা, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ে সর্বস্তরের জনসাধারণ তাদের অভিযোগ তুলে ধরেন এবং পরামর্শ ব্যক্ত করেন।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, মাদক বিস্তারের ফলে পারিবারিক ও সামাজিকভাবে অপরাধের মাত্রা বেড়ে যাওয়াসহ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটেছে। এলাকাবাসীকে মাদক বিক্রেতা ও সেবীদের তথ্য দেয়ার অনুরোধ করেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যার সমাধান আলোচনায় উঠে আসে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :