মুন্সীগঞ্জের শ্রীনগরের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকা থেকে গুলি করে তরুনীকে হত্যার পর ফেলে যাওয়া মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টা না পেরোতেই এবার বঙ্গবন্ধু মহাসড়ক থেকে অজ্ঞাত আরেক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া স্কুল গেটের পশ্চিম পাশের সার্ভিস লেন থেকে মরদেহটি উদ্ধার হয়।
পুলিশ জানায়, রাস্তার পাশে মরদেহ পরে থাকতে দেখে একশ গজ দুরে অবস্থিত হাঁসাড়া হাইওয়ে থানায় স্থানীয়রা জানালে পরে সেটি উদ্ধার করা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান জানান, লাশটি ভবঘুরে এক নারীর। স্থানীয়রা তাকে প্রায়ই রাস্তায় ঘুরাঘুরি করতে দেখতেন। লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে যদি পরিচয় সনাক্ত না হয় তাহলে বেওয়ারিশ হিসাবে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :