AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউনিয়ন বিএনপির সভাপতিকে জেলা কৃষকদল নেতার লিগ্যাল নোটিশ


ইউনিয়ন বিএনপির সভাপতিকে জেলা কৃষকদল নেতার লিগ্যাল নোটিশ

মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খান চাঁনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ জারি করেছেন বিএনপির অঙ্গ সংগঠন জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান সোহাগ। গতকাল ডাক যোগে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বলে জানা যায়।

লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ রকিব হাসান সোহাগের বিরুদ্ধে মানববন্ধনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও  বিভিন্ন গণমাধ্যমে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সম্পৃক্ততা নিয়ে এক মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেন। যা রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত ও হেয় করা হয়েছে। এর প্রতিবাদে জেলা কৃষক দল নেতা রকিবুল হাসান সোহাগ  মানিকগঞ্জ জজকোর্টের এডভোকেট মো. হাসিবুল ইসলামের মাধ্যমে তার দেয়া মিথ্যা ও বানোয়াট বক্তব্যকে প্রত্যাহারের বিষয়টি উল্লেখ করেন।

লিগ্যাল নোটিশে আরও উল্লেখ করা হয়, নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ওই ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে মানহানির জন্য আাইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম খান চাঁন এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, আমি এখনও লিগ্যাল নোটিশ পাইনি। নোটিশ পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নিব। তবে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে ওরা জড়িত নয় বলেও তিনি জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!