গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুলিশের উপর হামলার ঘটনায় সাড়ে ৪শত জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রবিবার (১ ডিসেম্বর) রাতে এসআই আল আমিন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ৫৫ জনের নাম উল্ল্যেখ করে ও ৪শত জনকে অজ্ঞাতনামা দেখিয়ে এ মামলা দায়ের করেন।
মামলাসূত্রে জানাযায়, গত ২৬ নভেম্বর বিকালে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাটে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভকারীদের হামলায় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদসহ ৩ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনার ৬ দিন পর কোটালীপাড়া থানা পুলিশ সাড়ে ৪শত জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীকে গ্রেফতারের পর তার মুক্তির দাবীতে ২৬ নভেম্বর বিকালে উপজেলার ভাঙ্গারহাট এলাকায় সনাতনী সম্প্রদায়ের কয়েকশত বিক্ষুদ্ধ লোক জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
এ সময় আমরা সড়ক থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমিসহ ৩ পুলিশ সদস্য আহত হই। এ ঘটনায় ৫৫ জনের নামউল্লেখ করে ও ৪ শত জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :