AB Bank
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে বাজারে বিক্রিকালে টিসিবির ৩০ বস্তা চাল আটক


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০২:৩৮ পিএম, ২ ডিসেম্বর, ২০২৪
নরসিংদীতে বাজারে বিক্রিকালে টিসিবির ৩০ বস্তা চাল আটক

নরসিংদীতে রাতের আধারে চুরি করে বাজারে নিয়ে বিক্রি করার সময় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ৩০ বস্তা চাল আটক করেছে সদর উপজেলা প্রশাসন। রবিবার(১ ডিসেম্বর) রাতে নরসিংদীর বাজার থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

আজ সোমবার বেলা ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন। তিনি জানান, নরসিংদী পৌরসভার ৪ নং ওয়ার্ডে টিসিবি‍‍`র ডিলার আলিদা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সাদ্দাম হোসেন

দীর্ঘদিন যাবৎ  নরসিংদী বাজারে অবৈধ ভাবে টিসিবির চাল বিক্রি করে আসছিলো। অন্যান্য সময়ের ন্যায়  রবিবার রাতেও হৃদয় নামে এক ব্যক্তি নরসিংদী বাজারে চাল বিক্রি করতে গেলে জনতার হাতে আটক হয়। পরে জনতার চোখ ফাঁকি দিয়ে কৌশলে হৃদয় পালিয়ে যায়। পরবর্তীতে জনগন প্রশাসনকে খবর দিলে নরসিংদী সদর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে আটককৃত ৩০ বস্তা চাল জব্দ করেন। 

তিনি আরও জানান, টিসিবি’র চাল বিক্রি করছে এমন সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে  চালের বস্তাগুলো জব্দ করে নিয়ে আসি। চাল বিক্রির ঘটনায় আলিদা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী টিসিবির ডিলার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে। 

ডিলারশীপ বাতিল না করে আইনগত ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আসলে ডিলারশীপ বাতিল শাস্তির মধ্যে পড়ে না। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে অন্য কেউ যাতে না করার সাহস পায় তাই এই আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!