সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ থেকে কাজিপুরের রাস্তার সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ০২ ডিসেম্বর) সকালে পৌর রহমতগঞ্জ সংলগ্ন কাঠের পুল এলাকায় আমরা সিরাজগঞ্জে বাসী আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।তিনি বলেন এই রাস্তাটি দিয়ে মানুষের চলাচল অনেক সমস্যা হচ্ছে। রাস্তার ধুলোবালি বিভিন্ন রোগের সৃষ্টি করছে। স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা এই সমস্যায় বেশি পড়ছেন এবং প্রতি সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এই রাস্তার কারণে, তাই অতি দ্রুত সম্ভব এই রাস্তাটি মেরামত করতে হবে।
এসময়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহ- প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সহ- শ্রম বিষয়ক সম্পাদক মো. নজরুল পৌর শহরের ৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহফুজার তালুকদার, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ভিপি সালাউদ্দিন আলাল,সিরাজগঞ্জ সদর স্বেচ্ছাসেবক দলের প্রার্থী মো আপেল মাহমুদ । মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত মানববন্ধনটি সঞ্চালনায় করেন সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :