প্রকৃত পরিচয় গোপন করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জালজালিয়াতির মাধ্যমে নিজের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে গিয়ে এক রোহিঙ্গা যুবকসহ দুই সহযোগীকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের কে আটক করা হয়। সাদুল্লাপুর থানার ওসি মো. তাজউদ্দিন খন্দকার জানান,ভুয়া কাগজপত্র দিয়ে ভোটার নিবন্ধন করতে এসে রোহিঙ্গাযুবক ও তার দুই সহযোগিকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন- রোহিঙ্গা যুবক মো. নুরুল আমিন (২৪), তার সহযোগী উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের তায়েফ সরকার (২৩) এবং তরফ কামাল গ্রামের জীবন কৃষ্ণ উজ্জল (৩৪)।
নুরুল আমিন কক্সবাজারের উখিয়া উপজেলার জি-৩ বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-৯ এর মো. হোসেন ওরফে লালু মিয়া ও মোছা. ইশারত ফাতেমা দম্পতির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন বলেন,ঘটনার দিন দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আরাজী তরফ কামাল গ্রামের (এলাকার কোড নং-০৬২৩) ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির জন্য আটক রোহিঙ্গা যুবক স্থানীয় দুইজনকে সঙ্গে নিয়ে নির্বাচন অফিসে আসেন। ভোটার আবেদনের অনলাইন কপি ও সংযুক্ত কাগজপত্রে বাবার নাম মো. হেলাল উদ্দিন ও মায়ের নাম রত্না বেগম লেখা ছিল।
ওইসব কাগজপত্র পর্যালোচনা পর রোহিঙ্গা যুবক নুরুল আমিন কে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলতে থাকেন।এতে সন্দেহ আরো ঘনীভূত হয়। একপর্যায়ে রোহিঙ্গা যুবক তার সঙ্গে থাকা দুই যুবকের সহায়তায় ভূয়া কাগজে ওই এলাকার ভোটার নিবন্ধন করতে আসেন বলে স্বীকার করেন।এব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :