AB Bank
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ

শিক্ষকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে শিক্ষক ও জনতার মানববন্ধন


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৭:০৯ পিএম, ২ ডিসেম্বর, ২০২৪
শিক্ষকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে শিক্ষক ও জনতার মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় শ্রমিক ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে শিক্ষক ও সাধারণ জনগণ একত্রিত হয়ে মানববন্ধন করেছে। 

সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধন থেকে শিক্ষকদের দাবি,মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি, যাঁরা ষড়যন্ত্র করে শিক্ষকের বিরুদ্ধে এই মামলা সাজিয়েছে, তাঁদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।

এই কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। বক্তারা মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক,সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জামুড়া-বাসুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক মাহবুবর রহমান, শাহাবুল হক সুফলসহ অনেকেই।

বক্তারা অভিযোগ করেন, ১৬ নভেম্বর কালাই উপজেলার নুনুজ বাজারে ট্রাক-ট্যাংক-লরি ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলকভাবে জামুড়া-বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়ারেছকে হত্যা চেষ্টার মামলায় আসামি করা হয়েছে।

শিক্ষকদের দাবি,এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক একটি মামলা। শ্রমিক সংগঠনের সংঘর্ষের সঙ্গে একজন শিক্ষকের কোনো সম্পর্ক থাকতে পারে না। তারা বলেন,“শিক্ষক আব্দুল ওয়ারেছকে ষড়যন্ত্র করে মামলায় জড়ানো হয়েছে।সঠিক তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে এবং শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হবে।”মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক ও সাধারণ জনগণ একসুরে বলেন,“শিক্ষকদের মানমর্যাদা রক্ষার্থে এই ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”

জানা যায়, ২০ নভেম্বর ছাত্রলীগের স্থানীয় নেতা আতিকুল ইসলাম বাদী হয়ে কালাই থানায় হত্যা চেষ্টা আইনে একটি মামলা দায়ের করেন। এতে শিক্ষক আব্দুল ওয়ারেছসহ ১৭ জনের নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!