AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসকন নিষিদ্ধ ও আলিফ হত্যার বিচারের দাবিতে আমতলীতে বিক্ষোভ


Ekushey Sangbad
আবু সাইদ খোকন, আমতলী, বরগুনা
০৭:২২ পিএম, ২ ডিসেম্বর, ২০২৪
ইসকন নিষিদ্ধ ও আলিফ হত্যার বিচারের দাবিতে আমতলীতে বিক্ষোভ

চট্টগ্রামের আইনজীবী এ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বরগুনার আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (২ ডিসেম্বর ) সকাল ১০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমতলী উপজেলা ও আমতলি সরকারি কলেজ ছাত্র-জনতা দল মত নির্বিশেষে  সবাই যোগ দ্যান।

 আমতলী সরকারি কলেজর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।

এসময় সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও মিছিল থেকে ভারতীয় আগ্রাসন ও চক্রান্তের অভিযোগ তুলে প্রতিবাদী স্লোগান দেয়া হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সদস্য আপন আহম্মেদ ফরহাদ, ফারদিন ইসলাম মুন্না, আবদুল্লা, তানভির ও বেল্লাল দফাদার সমাবেশে বক্তারা আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান। বক্তারা বলেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারকে কেন্দ্র করে ইসকন সমর্থকরা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। ইসকনের কার্যকলাপ এসময় বক্তারা ভারতীয় আগ্রাসন ও চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!