মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় বাঘড়ায় অবস্থিত একটি ইটভাটাকে দুই লাখ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে অর্গানিক ব্রিকসের মালিক মো. খলিলুর রহমানকে এ জরিমানা করা হয়।
শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোবায়ের হাবিব অভিযানের নেতৃত্ব দেন।
এ খবর নিশ্চিত করেন, মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান।
তিনি জানান, লাইসেন্স হালনাগাদ না থাকাসহ অন্যান্য অনিয়মের কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত ইটভাটাকে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :