সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রৌহা দক্ষিণপাড়া খালের উপর নির্মিত সেতুটি দীর্ঘদিন যাবত রেলিং ও পাটাতন ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হওয়ায় পথচারী পারাপারে ঘটছে নানা দূর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটি ভেঙ্গে যাওয়ায় সাধারণ পথচারী, স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষকের ফসল আনা নেওয়া ও গো পারাপারে নানা সংকটে পরছে এলাকাবাসী। এই সেতু দিয়ে প্রতিদিন কমপক্ষে ৯ থেকে ১০ হাজার লোক যাতায়াত করে থাকে।
স্হানীয় সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম জানান কয়েকদিন পূর্বেও একটি গরু ঐ সেতু থেকে পরে মারা গিয়েছে। রেলিং না থাকায় কিছুদিন আগেও কয়েকজন ছাত্র স্কুলে যাওয়ার পথে ব্রিজ থেকে সাইকেল নিয়ে পানিতে পরে যায়। বৃদ্ধ ও শিশুরা সেতুটি দিয়ে চলাফেরা করতে পারছে না। মাঝখানে ঢালাই ভেঙ্গে যাওয়ায় ঝুকি নিয়ে পারাপার করছে ভ্যান, অটোভ্যন, মোটর সাইকেল আরোহী এবং কৃষি পণ্য আনা নেওয়ায় চাষীরা পরছে বিপাকে।
এই সেতু দিয়ে প্রতিদিন ৫ থেকে ৭ গ্রামের মানুষ যাতায়াত করে। স্হানীয় বাসিন্দা হবিবর রহমান, শামসুল হক প্রামানিক, আব্দুল হাই, ও ক্বারী মফিজ উদ্দিন জানান ৩০ বছর আগে নির্মিত সেতুটির পিলারের সিমেন্ট খসে পরেছে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। বর্তমানে সেতুটি দীর্ঘদিন যাবত চলাচলের অযোগ্য হয়ে পরায় আমরা কৃষি পণ্য নিয়ে হাট বাজারে যেতে পারি না।
এ ব্যাপারে বর্তমান ইউপি সদস্য জিন্নাহ সেখ জানান, ব্রিজটি পূনঃনির্মাণের জন্য উপজেলা এলজিইডি অধিদপ্তর বরাবর প্রকল্প দাখিল করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তামান্না রহমান জানান, শতাধিক সেতুর প্রস্তাবনা দেওয়া আছে, তার মধ্যে এই সেতুটি আছে কিনা তা আমার জানা নেই। পরিদর্শন করে সেতুটি নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :