AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতের কাপড় কিনতে ফুটপাতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ


শীতের কাপড় কিনতে ফুটপাতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ

টাংগাইলে ধনবাড়ী উপজেলায় ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। শীত নিবারণে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। শীত থেকে বাঁচতে শীতবস্ত্রের দোকানগুলোতে ক্রেতারা ভিড় দেখা গেছে। ফুটপাত থেকে শুরু করে শপিংমলগুলোতেও গরম কাপড়ের চাহিদা এখন তুঙ্গে। ধনবাড়ীতে নিন্ম আয়ের মানুষের ভরসা ফুটপাতের শীতবস্ত্র।

সারা দেশেই শীত বেড়েছে। অগ্রহায়ণ মাসের শুরু থেকে শীত পড়তে শুরু করে। পৌষ মাসে শীতের দাপট বাড়বে। শীত জেঁকে বসতে শুরু করায় গরম কাপড় কিনে শীত ঠেকানোর প্রস্তুতি চলছে।

গরম কাপড় কিনতে ফুটপাতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ ভিড় করছেন। এসব দোকানে বিক্রিও হচ্ছে বেশ। বিক্রেতারা বললেন, শীত যত বাড়বে ক্রেতাদের উপস্থিতিও তত বাড়বে।

 গতকাল ধনবাড়ী বাজারে পুরাতন কাপর হাটি, ধনবাড়ী সুপার মার্কেট  মার্কেটসহ বিভিন্ন এলাকার ফুটপাতে গিয়ে দেখা যায়, দেদারসে পুরাতন কাপড় বিক্রি হচ্ছে।  ধনবাড়ী পুরাতন কাপর হাটি ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।

ক্রেতা—বিক্রেতারা জানায়, পুরনো কাপড়ের দোকানে শিশুদের বিভিন্ন ধরনের পোশাক, ব্লেজার, কোট, জ্যাকেট, টি—শার্ট, সোয়েটার, ফুল হাতার গেঞ্জি, প্যান্ট, জিন্সের মোটা শার্ট, হুডি, মাফলার, কানটুপি, হাত ও পায়ের মোজা রয়েছে। তবে গত বছরের তুলনায় এবার দাম বেশি।

পুরাতন কাপড়র ব্যবসায়ী কামাল  হোসেন জানান, গত বছরের তুলনায় এই বছর কাপড়ের দাম বেড়েছে। শীত যত বাড়ছে, বিক্রিও ততই বাড়ছে। আমরা চেষ্টা করছি কম লাভে বেশি পরিমাণে কাপড় বিক্রি করতে। যাতে করে গরিব মানুষ শীতের কাপড় কিনতে পারে।

শরিষা বাড়ি থেকে ধনবাড়ী  এসেছেন সুহেল মিয়া। ব্যক্তিগত কাজ শেষ করে তিনি ধনবাড়ী  পুরাতন কাপড়ের দোকানগুলোতে গিয়ে কাপড় দরদাম করছিলেন। জিন্সের ফুল হাতা শার্ট ১৫০ টাকায় কিনেন তিনি।

তিনি বলেন, আমি অনেক দূর থেকে এসেছি। ধনবাড়ীতে অন্যান্য কাজ শেষ করে পুরাতন কাপড়ের দোকানে এসে নিজের জন্য একটি জিন্সের ফুল হাতার শার্ট কিনেছি। দামটা একটু বেশি হলেও, শার্টটি ভালো। নতুন কিনতে গেলে হাজার টাকা লাগতো।

কেন্দুয়া থেকে শরিফ  মিয়া। ধনবাড়ীতে কাজ শেষ করে বাচ্চাদের জন্য তিনটি ভিতের কাপড়  কিনেছেন। জানতে চাইলে তিনি বলেন, শীত পড়েছে। আমার তিন ছেলে—মেয়ে, তাদের জন্য আপাতত তিনটি শীতের কাপড়  ২৬০ টাকায় কিনেছি। নতুন  কিনতে হলে ছয়শ  থেকে একহাজার টাকা দরকার, এতো টাকা দিয়ে কাপড় কেনা আমার পক্ষে সম্ভব না। তিনি বলেন, পুরাতন কাপড়ের দোকানেও দাম বেশি চায় ব্যবসায়ীরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!