মুন্সীগঞ্জের শ্রীনগরে ভোক্তার-সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক ও সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা নিশ্চিতকরণের লক্ষ্যে করণীয় এবং ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পূনরেকত্রীকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন এসব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অনিক রায়, শিক্ষা কর্মকর্তা জাহেদা খাতুন, সুরাইয়া আশ্রাফি, শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ আজাদ রহমান, উপজেলা স্যানিটারী কর্মকর্তা নাসরিন সুলতানা, তন্তরের নারী ইউপি সদস্য কামরুনাহার চৌধুরী অনু, হাসাঁড়ার ইউপি সদস্য সুফিয়া বেগম, রওশনারা বেগম, ব্র্যাকের কর্মকর্তাসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :