AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে বাজার নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময়


শেরপুরে বাজার নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময়

শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্যে নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর শেরপুর জেলার সহকারি পরিচালক আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

এসময় বক্তব্য রাখেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) শেরপুর জেলার সাধারন সম্পাদক হাকিম বাবুল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, কৃষি বিপনন কর্মকর্তা ফাতেমা খাতুন, জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনীম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ। 

এসময় বক্তারা বলেন, সিন্ডিকেট ব্যবসার কারনে প্রতিনিয়ত শেরপুর জেলায় নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। বোতলজাত সয়াবিনের থেকে খোলা সয়াবিনের দাম বেশি। মাছ, ডিম, আলু, বেগুনসহ সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। কোন কৃষক কমদামে কৃষি পণ্য বিক্রি করলে সিন্ডিকেট ব্যবসায়ীরা তাকে হুমকি দিয়ে তার সব কৃষি পণ্য কিনে নিয়ে বেশি দামে বিক্রি করছে। শাকের আটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। এভাবে প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বৃদ্ধি কষ্টে রয়েছে সাধারন মানুষ। তাই আসন্ন রমযানে যেন সব কিছুর দাম ভোক্তাদের নাগালের মধ্যে থাকে সেজন্য জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বাজার মনিটরিংয়ের উপর গুরুত্ব দেওয়া উচিৎ। 

সভায় শাহী ভান্ডারের মাসুদুর রহমান, স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি লাল চাঁন ফকির, ফল ব্যবসায়ী আব্দুল হালিমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভার আয়োজনে ছিল জেলা প্রশাসন শেরপুর এবং যৌথ সহযোগীতায় ছিল কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!