রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল। এ সময় ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালশাহদ এলাকার মো. সল্টু মিয়ার ছেলে মো. জিহাদ আলী (২৪) এবং হোসাইন আলীর ছেলে মাবুদ আহমেদ (১৯)।
র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তল্লাশির সময় একটি পিকআপ ভ্যান চেকপোস্টের সামনে পৌঁছালে সেটি থামানোর নির্দেশ দেওয়া হয়।
র্যাব সদস্যরা চালক ও আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে তারা পিকআপে মাদক থাকার কথা স্বীকার করে। পরে তল্লাশির মাধ্যমে পিকআপে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় ২৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :