AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাউখালীতে ব্যবসায়ীদের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৭:৫৫ পিএম, ৪ ডিসেম্বর, ২০২৪
কাউখালীতে ব্যবসায়ীদের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে বুধবার ৪ ডিসেম্বর সকাল ১১টায় উত্তর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ব্যবসায়ী নেতা আবু তাহের, উপজেলা বিএনপি‍‍`র যুগ্ন আহবায়ক ব্যবসায়ী নেতা গিয়াস উদ্দিন অলি, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ব্যবসায়ী নেতা বিপ্লব কর্মকার প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ব্যবসায়ী নেতা রাকিব উদ্দিন তালুকদার। অনুষ্ঠানের প্রধান অতিথি কাউখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান বলেন, সরকারের নিয়ম-নীতি অনুসরণ করে ব্যবসা করতে হবে। যদি কোন ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে ওই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। বাজারের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক দোকানের সামনে ও পিছনে রাতে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখতে হবে।

 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!