শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া সেনা সদস্য ওয়াসিম হত্যা মামলার আসামি মোঃ রুস্তম মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
৪ ডিসেম্বর বুধবার বেলা আড়াইটার সময় শেরপুর জেলার সদর থানাধীন নন্দী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় ৷ গ্রেপ্তারকৃত মোঃ রুস্তম মিয়া (৩৮) সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া মৃত বাদশা মিয়ার ছেলে৷
র্যাব ১৪ সিপিসি ১ অপারেশনস্ এন্ড মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনির একজন সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। গত ছয়মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি। তিনদিন আগে সে ছুটিতে আসে। দুইদিন শ্বশুর বাড়িতে থেকে নিজ বাড়ি গিয়ে ২ডিসেম্বর সকালে তার বাবার সাথে ধান কাটতে যায়। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধে জেরে তার চাচাতো ভাই, চাচা ও জেঠারা মিলে ওয়াসিমকে দা দিয়ে পিছন থেকে কোপিয়ে খুন করে। এ ঘটনায় তার ছোটভাই জসিম উদ্দিন ২১ জনের নাম উল্লেখ করে ৩৩ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব-১৪ বুধবার বিকেলে নন্দীর বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি রুস্তম মিয়াকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাবের অভিযান অব্যহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :