AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনায় ছাত্র-শ্রমিক সংঘর্ষে থমথমে পরিবেশ: সোনাডাঙ্গা বাস টার্মিনালে উত্তেজনা


খুলনায় ছাত্র-শ্রমিক সংঘর্ষে থমথমে পরিবেশ: সোনাডাঙ্গা বাস টার্মিনালে উত্তেজনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জেরে সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে ১৭ শিক্ষার্থী আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মুহিবুল্লাহ জানান, গোপালগঞ্জ থেকে আসা রাজীব পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে বিবাদে শিক্ষার্থীদের লাঞ্ছিত করা হয়। এ ঘটনার প্রতিবাদে কয়েকজন শিক্ষার্থী টার্মিনালে গিয়ে শ্রমিকদের কাছে কারণ জানতে চাইলে, শ্রমিকেরা তাদের ওপর হামলা চালায়।

সংঘর্ষের খবর ক্যাম্পাসে পৌঁছালে বিপুল সংখ্যক শিক্ষার্থী বাস টার্মিনাল ঘেরাও করেন। এতে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত বলেন, শ্রমিকদের হামলায় ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, শ্রমিকেরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে টার্মিনালে নিয়ে গিয়ে মারধর করেন। এ খবর পেয়ে শিক্ষার্থীরা তাকে ছাড়াতে টার্মিনালে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। রাত পৌনে ৯টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন এবং ক্যাম্পাসে ফিরে যান।

আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, অতি দ্রুত দোষী শ্রমিকদের গ্রেপ্তার করা না হলে বাস টার্মিনাল আবার অবরোধ করা হবে। পরিস্থিতি এখনও থমথমে, নতুন সংঘর্ষের আশঙ্কা রয়ে গেছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!