ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মহেন্দ্র ট্রাক্টর ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ ও আব্দুল খালেক নামে ২ ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার চাপোর নামে স্থানে এই দূর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কে মোটর সাইকেল ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষের ঘটনায় মোটর সাইকেলে থাকা হারুন অর রশিদ ও আবদউল খালেক গুরাতর আহত হয়। তাদের পীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে হারুন মারা যায়। আব্দুল খালেকবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
হারুন অর রশিদের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে আর খালেক ঐ একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায়। তারা ধান ব্যবসায়ী বলে জানা গেছে। ঘাতক ট্রলিটি আঠক করা সম্ভব হয়নি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :