AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে রূপান্তর করতে চাই’


Ekushey Sangbad
মোঃ জাকির হোসেন, বানারীপাড়া, বরিশাল
০৩:৪১ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৪
‘বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে রূপান্তর করতে চাই’

বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল চিকিৎসালয় হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছেন হাসপাতালের ডায়াবেটোলজি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহিম আরিফ। তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধার দিকনির্দেশনায় স্থানীয় ‍‍`আত-তাওহীদ অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবী কর্মীদের নিয়ে ইতোমধ্যে হাসপাতালের এরিয়ায় সৌন্দর্য্যবর্ধনের জন্য বিভিন্ন কার্যক্রম শুরু করে দিয়েছেন। 

এ বিষয়ে ডা. ফাহিম আরিফ জানান, ‍‍`একটি হাসপাতালে রোগীদের পরিপূর্ণ সুস্থতার জন্য উন্নত চিকিৎসার পাশাপাশি প্রয়োজন একটি সাজানো গোছানো পরিস্কার-পরিচ্ছন্ন সুন্দর ও সতেজ পরিবেশ। যাতে চিকিৎসাধীনরা মানসিকভাবেও স্বতঃস্ফূর্ততার সাথে থাকতে পারেন। 

যার ফলে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে।‍‍` তিনি আরো বলেন, ‍‍`হাসপাতাল আমাদের সুতরাং তা পরিচ্ছন্নতার দায়িত্বও আমাদের। যদি এই চিকিৎসালয়কে পুরোপুরি একটি মডেল স্বাস্থ্যকমপ্লেক্স হিসেবে গড়ে তুলতে পারি তাহলে আমি আমার নিজের জীবনকে ধন্য মনে করবো। 

প্রসঙ্গত, ‍‍`আত-তাওহীদ অর্গানাইজেশন‍‍` হলো এলাকার একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। তারা নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সকল প্রকার অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সবসময় কাজ করে থাকেন। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহিম আরিফের তত্ত্বাবধানে তারা ইতোমধ্যেই হাসপাতালের চারিপাশে পরিচ্ছন্নতার পাশাপাশি চিকিৎসালয়ের সামনে থাকা গার্ডেনে একটি বড় পানির ফোয়ারা তৈরির কাজ শুরু করে দিয়েছেন। 

অর্গানাইজেশনের সভাপতি মোঃ সুলাইমান বলেন, তাদের অর্থায়নে এই ফোয়ারাটির নির্মাণ কাজ সম্পন্ন করা হচ্ছে।‍‍` অত্র স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আছিবুল ইসলাম আল-আসারী জানান, ‍‍`আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে অনেক বড় স্বপ্ন দেখি। আশা করি অতি শিঘ্রই আমরা এ অঞ্চলের মানুষকে একটি সুন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপহার দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আর ডা. ফাহিম আরিফ স্যারের মত এমন সুন্দর পরিকল্পনার মানুষ প্রতিটি ঘরে ঘরে তৈরি হোক- সেই প্রত্যাশা রাখি।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল আলম মৃধা এলাকাবাসীর সকলকে এ মহতী কাজে আন্তরিকতার সাথে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন। এদিকে তাদের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!