AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনায় সংবাদ সম্মেলন: ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের চার শর্ত


খুলনায় সংবাদ সম্মেলন: ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের চার শর্ত

খুলনায় হেফাজতে ইসলাম খুলনা জেলা শাখার আয়োজনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের নিষিদ্ধসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে হেফাজতের পক্ষ থেকে দাবি করা হয়, ইসকন দেশবিরোধী কর্মকাণ্ড, মুসলিম আইনজীবীকে হত্যা, মসজিদ ভাঙচুর এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। সংগঠনটি ইসকনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধের আহ্বান জানায়।

হেফাজত আরও জানায়, আগামী ১৩ ডিসেম্বর খুলনার সার্কিট হাউস ময়দানে ইসকনের সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই মাঠে ঈদের নামাজসহ মুসলিম ধর্মীয় কার্যক্রম হয়। তাই সেখানে ইসকনের সম্মেলন কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। প্রশাসন যদি তা বন্ধ করতে ব্যর্থ হয়, তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার তাদেরই নিতে হবে।

হেফাজতে ইসলাম আরও অভিযোগ করে, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে, যা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তারা ভারতীয় সরকারকে এ ধরনের অপপ্রচার বন্ধে পদক্ষেপ নিতে অনুরোধ জানায়।

 

সংবাদ সম্মেলনে চারটি দাবি উত্থাপন করা হয়:

১. উগ্র সংগঠন ইসকনের সকল কার্যক্রমা অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

২. অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ ইসকন কর্তৃক সংগঠিত সব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

৩. আগামী ১৩ ডিসেম্বর খুলনার সার্কিট হাউস ময়দানে ইসকনের সম্মেলন বন্ধ করতে হবে।

৪. ভারতীয় মিডিয়ার বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচার বন্ধ না করলে ভারতীয় সকল চ্যানেলের সম্প্রচার বাংলাদেশ থেকে বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে সরকারের নিকট জোর দাবি জানানো হচ্ছে।

হেফাজত স্পষ্ট করে বলে, এসব দাবির প্রতি প্রশাসন ও সরকারের কার্যকর পদক্ষেপ না থাকলে দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!