AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে হাওর রক্ষা বাঁধ মেরামত কৃষক নিয়ে গণশুনানী অনুষ্ঠিত


Ekushey Sangbad
মধ্যনগর উপজেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
০৫:২০ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৪
মধ্যনগরে হাওর রক্ষা বাঁধ মেরামত কৃষক নিয়ে গণশুনানী অনুষ্ঠিত

মধ্যনগরে হাওর রক্ষা বাঁধের মেরামতের লক্ষ্যে কৃষক নিয়ে গণশুনানী অনুষ্ঠিত।  হাওর অঞ্চলের জন্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায়, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত সংস্কার পুনঃসংস্কার স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।


কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং উপজেলা কমিটির উদ্যোগে,বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দুপুর ১২ টায় চামরদানী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। এবং দুপুর ১ টার সময় মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।


জানা যায়, মধ্যনগর উপজেলায় ৩৩ টি হাওর রক্ষা বাঁধের মধ্যে এপর্যন্ত ১৬ টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে, এতে ৩ কোটি ৬ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছেন উপজেলা মনিটরিং কমিটি। বাকী ১৭ টি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধিন রয়েছে,  এসময় পানি উন্নয়ন কাবিটা প্রকল্প কমিটির সভাপতি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় এর সভাপতিত্বে কৃষক গণশুনানীর আলোচনা সভায়, বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়নের  এস ও মোঃ নূরে আলম নাহিদ, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুছ ছাত্তার, ইউপি সচিব মোঃ আঃ হালিম, প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, ইউপি সদস্য মোঃ নূর হোসেন, মোঃ হাবিবুর রহমান,সুমন বর্মন, সুশীল সরকার প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, এ এলাকায় একটি মাত্র ফসল রক্ষায় সরকার পানি উন্নয়ন বোর্ডের অধীনে কাবিটা প্রকল্পের পি আই সি‍‍`র মাধ্যমে হাওর রক্ষা বাঁধ মেরামতের কাজ,যাহাতে প্রকৃত কৃষক দিয়ে পি আই সি কমিটি গঠন করা হয়। এবং নীতিমালার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে যেন মাটির কাজ শুরু হয়, এবং শেষ করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!