পিরোজপুরের কাউখালীতে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুরের কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মানের নির্দেশে উপজেলার সদর ইউনিয়নের জয়কুল কমিউনিটি ক্লিনিক এর সামনে বুধবার (৪ ডিসেম্বর) রাতে কাউখালী থানার এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করে জয়কুল গ্রামের রুস্তুম আলীর ছেলে মোঃ রোকনুজ্জামান (৪১) ও কাউখালী উপজেলার পার্শ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন গ্রামের মাসুম হাওলাদারের ছেলে মোঃ মেহেদী হাসান (২৭)কে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, গ্রেফতারকৃত দুজনই ইয়াবা ব্যবসায়ী ।এদের সাথে ইয়াবা পাওয়া গেছে। কাউখালী থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার ৫ ডিসেম্বর পিরোজপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :