ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফুলখারকান্দি গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার আক্তার মিয়াকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদ পেয়ে ডাকাত সর্দার আক্তার মিয়াকে বাড়ি ঘেরাও করে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আক্তার মিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফুলখারকান্দি গ্রামের বরজু মিয়ার ছেলে।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে ২ টি ডাকাতি ও ১ টি চুরির মামলা সহ চারটি মামলার আসামি আক্তার মিয়া দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন।
বৃহস্পতিবার রাতে আক্তার মিয়া বাড়িতে অবস্থান করছেন, এমন গোপন সংবাদ পেয়ে রাত ৯ ঘটিকায় পুলিশ তার বাড়ি ঘেরাও করে রাখেন। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :