দেড় যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি`র চরবাগডাঙ্গা ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আশরাফুল মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম জাকারিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম ও সদস্য সচিব মো. জোহরুল হক বিশ্বাস বুলু।
চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আজিজুল ইসলামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপি, জেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :