নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাও কান্দাপাড়ায় শুক্রবার(৬ ডিসেম্বর) বিকালের দিকে ভাতিজার ঘুষির আঘাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে।
সরেজমিনে জানা গেছে যৌথ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচা ভাতিজার কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা লিটন মিয়া তার চাচা আবুল কালামকে ( ৬০)কিল ঘুষি মারে। পরে চাচা বসত ঘরে চলে আসলে ভাতিজা পূনরায় এসে চাচাকে আবারও মারধর করলে ঘুষির আঘাতে চাচা আবুল কালাম ঘটনাস্থলেই মারা যায়।
এঘটনায় কেন্দুয়া থানা পুলিশ লিটনসহ দুইজনকে আটক করেছে। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতের স্ত্রী জোসনা আক্তার তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ লিটনের ফাঁসির দাবী জানিয়েছেন।
এবিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যৌথ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজা লিটনের ঘুষির আঘাতে চাচা আবুল কালাম খুন হয়েছেন।নিহতের লাশ সন্ধার দিকে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :