AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে শূণ্য চাষে সরিষা আবাদ বৃদ্ধিকরন বিষয়ে মতবিনিময় সভা


শেরপুরে শূণ্য চাষে সরিষা আবাদ বৃদ্ধিকরন বিষয়ে মতবিনিময় সভা

শেরপুরে কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যেমে শূণ্য চাষে সরিষা আবাদ বৃদ্ধিকরন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৫ টায় সদর উপজেলার মোবারকপুরে ওই সভা অনুষ্ঠিত হয়।

শেররপুর সদরের কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ী শেরপুরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ী (ঢাকা) পরিচালক মো. মোজদার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু।

সভায় বক্তারা বলেন, কৃষকদের কাছে সরিষার নতুন জাত বীনা ১৪ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই জাতের সরিষা বীজ বপনে জমি চাষ করতে হয়না। এছাড়া আমন কাটার আগে এই জাতের সরিষা বীজ বপন করলে দ্রুতই সরিষার চারা গজায়। ফলে বীনা চাষে সরিষা বীনা ১৪ চাষে কৃষকের লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপ সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মালেক, রবিউল ইসলাম খোকনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ


 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!