‘‘থাকবো পাশাপাশি, মোরা ভান্ডারিয়া বাসি’’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে পিরোজপুরের ভান্ডারিয়া পেশাজীবী পরিষদের বার্ষিক বনভোজন-২০২৪ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ ডিসেম্বর আকমল আলী সাগরপাড় গোল চত্বরে বনভোজন অনুষ্ঠানে ভান্ডারিয়া বাসীর এক মিলন মেলায় পরিনত হয়।
শিশু ও নারী-পুরুষদের নিয়ে দিনভর বিভিন্ন ইভেন্ট নিয়ে প্রতিয়োগীতা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সৈয়দ মাইনুল ইসলাম মঈনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইপিজেট বিএনপির সভাপতি ও ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সবরাজ কাদের রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহীন মুন্সী, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী মোঃ রবকত, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদের মজুদার নান্টু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদুল আলম মিন্টু, কামরুল ইসলাম খান মিলন, বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখসহ গন্যমান্য বাক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মোঃ জসিম উদ্দিন। ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী শেষে চট্টগ্রাম সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সবশেষে র্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়। ১ম পুরস্কার ছিল সেলাই মেশিন, এছাড়া মোট ৪০টি পুরস্কার দেয়া হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :