নওগাঁর মান্দায় বিএনপি`র ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় বিএনপি`র নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন।
শুক্রবার বিকেলে ৬ নং মৈনম ইউনিয়নের শরিরমোড়, ডাকাতের মোড়, কানারমোড়, মৈনম বাজার, চেয়ারম্যানের মোড় এবং একইদিন সন্ধ্যায় উপজেলার ৭ নং প্রসাদপুর ইউনিয়নের কলেজ মোড়ে গণসংযোগ ও পথসভা করেন তিনি। শনিবার বিকেলেও উপজেলার গণেশপুর ও মৈনম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি।
এসময় খাদ্যে স্বনির্ভর, নতুন কর্মক্ষেত্র তৈরী, উন্নত কৃষি ব্যবস্থা, শিক্ষাবান্ধব পরিবেশ, সংখ্যালঘুদের নিরাপত্তা, চাঁদাবাজ নির্মূল, একটি উন্নত ও আধুনিক মান্দা উপজেলা বিনির্মানে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন তিনি। এছাড়াও আধুনিক মান্দা গড়তে সকল ভেদাভেদ ভুলে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
এসময় মান্দা উপজেলা বিএনপি`র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, ৬ নং মৈনম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট মিজানুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :