জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মাদারগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব ওমর ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা হিফজুর রহমান বকুল, মশিউর আমিন শুভ, ইশতিয়াক আহমেদ শিহাব, জামালপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সদস্য সচিব আবিদ সৌরভ, সদস্য আরিফুল ইসলাম, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রকি রায়হান, রুমন, মোস্তাক প্রমুখ।
সভার সঞ্চালনা করেন- উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহবুব আলম খোরশেদ ও জিসান আহমেদ বিজয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :