জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপি জামাত হেফাজত ইসলামি দলসহ সর্বদলীয় তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা ঈদগাহ মারকাজ মসজিদ মাঠ থেকে এই বিক্ষোভ শুরু হয়।
ইসকন জঙ্গি সংগঠনকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়ামে গিয়ে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
ভাঙ্গা উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি শফিক মাদানীর সভাপতিত্বে মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ মাদ্রাসার শিক্ষক মুফতি গোলাম কবির।
বিক্ষোভ মিছিলে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র কমিটির সাবেক সহ-সভাপতি ও ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, জামাত ইসলামির আমির মাওলানা সরোয়ার হোসেন, পৌর আমির ডাক্তার এনায়েত হোসেন, হেফাজতের আমির মাওলানা মাসুদুর রহমান, ইসলামী আন্দোলনের সহসভাপতি আসাদুজ্জামান, ইসলামী ঐক্যজোট,খেলাফত মজলিস সহ সকল ইসলামী দলের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :