সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ধনবাড়ীতে কৃষক দলের কমিটি গঠনে প্রস্তুতি সভা করেছে ধনবাড়ী উপজেলার জাতীয়তাবাদী কৃষক দল।
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংদেশ জাতীয়তাবাদী কৃষকদলের বিভিন্ন ইউনিয়নে নতুন কমিটি গঠনে উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধনবাড়ীর আনন্দ ভূবন পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল মান্নান ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন-ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। এসময় ধনবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত,যদুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মাষ্টার,উপজেলা কৃষকদলের সদস্য সচিব হোসেন আলীসহ কৃষকদলের নেতা আবুল হোসেন, কৃষিবিদ তারেক, পৌর কৃষকদলের আহবায়ক জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বিএনপি, কৃষকদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :