AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ছিনতাইকারী আটক


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৫:২১ পিএম, ৮ ডিসেম্বর, ২০২৪
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ছিনতাইকারী আটক

খাগড়াছড়ি শহরের গঞ্জপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. মীর হোসেন (২৬) নামে একজনকে আটকসহ ছিনতাইকৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৮ডিসেম্বর ) তথ্য প্রযুক্তির সহায়তায় রাত আড়াইটার টার দিকে গঞ্জপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ মীর হোসেন মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের গৌরাঙ্গ পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। 

পুলিশ সুত্রে জানা যায়, ১৪ নভেম্বর রাত ১১.২০ মিনিটে বিকাশ ব্যবসায়ী মেনন ধর দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। খাগড়াছড়ি গেইট পেরিয়ে একটু সামনে পাকা রাস্তার উপর পৌছালে অজ্ঞাতনামা ৩জন ব্যক্তি ছুরিকাঘাত সহ মারধর করে তার সাথে থাকা ব্যাগের ভিতরে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা,মোবাইলফোন ও ট্যাবসহ ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে খাগড়াছড়ি সদর থানায় গত ১৭ নভেম্বর মামলা রুজু হয়। পুলিশ সূত্রে আরো জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে তার অপর ২ সহযোগীসহ উক্ত ঘটনার সংঘটিত করেছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জুয়েল আরেফিন জানান,জেলার আইন শৃঙ্খলা রক্ষায় ও পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এধারাবাহিকতায় বজায় রাখতে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারীর এক সদস্যকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন। আটককৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনার সাথে জড়িত অপর দুই আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!