অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুর সদরের কামারেরচর ও চরশেরপুর(জোন-৪) অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণের ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ৷
রবিবার (৮ডিসেম্বর) বিকেলে উপজেলার সাতানিপাড়া গার্লস ইনস্টিটিউট হলরুমে ৪ দিন ব্যাপি এ কার্যক্রমের সমাপনীতে উপস্থিত থেকে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারগণদের দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ- পরিচালক জয়শ্রী পাল৷ এছাড়াও তিনি সদরের অন্যান্য প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করেন৷
এসময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কামারেরচর ও চরশেরপুর ইউনিয়নের দায়িত্বরত জোনাল অফিসার মোঃ দিপু রায়হান ও আইটি সুপারভাইজার মোঃ নবী হোসেনসহ দুই ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।
জোনাল অফিসার মোঃ দিপু রায়হান জানান, ৪ দিনব্যাপী শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চলছে ৷
প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে মূল শুমারির কাজ শুরু হবে এবং ২৬ ডিসেম্বর শেষ হবে ৷তবে বিজয় দিবস ও বড়দিনের জন্য দুই দিন ব্যতিত এই ১৫ দিন শুমারির কর্মীগণ তথ্য সংগ্রহ করবে ৷
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :