ফরিদপুরের সালথার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারী উন্নয়ন সংগঠন নন্দিতা সুরক্ষা এবং নারী আন্দোলন সংগঠন সাঙ্গাত বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানটি রোববার(৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এ ছাড়া বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে ১৬ দিনব্যাপী নারী নির্যাতনবিরোধী কর্মসূচি পালন করছে তারা।
কর্মশালায় কিশোরীদের জন্য আয়োজন করা হয় উপস্থিত বক্তৃতা, কারাতে প্রশিক্ষণ, মনোরোগবিষয়ক আলোচনা ও আত্মরক্ষার কৌশল বিষয়ে কর্মশালা। উপস্থিত বক্তৃতায় প্রথম তনু সোম, দ্বিতীয় স্নেহা ও তৃতীয় স্থান অধিকার করেন খাদিজাতুল কোবরা। এসময় তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কলেজের ছাত্রীরা তাদের অধিকার, স্বাধীনতা এবং ভবিষ্যৎবিষয়ক চিন্তা ও পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন। এ পর্বে অংশগ্রহণকারীরা তাদের সংগ্রাম, বর্তমান সমাজের চ্যালেঞ্জ ও ভবিষ্যতে নারীর সম্ভাব্য ভূমিকা নিয়ে দৃষ্টিভঙ্গি এবং প্রস্তাব উপস্থাপন করেন।
আয়োজক সংগঠন নন্দিতা সুরক্ষার প্রকল্প সমন্বয়কারী তাহিয়াতুল জান্নাত রেমি বলেন, নন্দিতা সুরক্ষা একটি বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে নারীরা নিজেদের কণ্ঠ তুলে ধরবেন ইতিবাচক সমতাভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এ ধরনের উদ্যোগ নারীদের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে এবং নারীদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী ইতিবাচক সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে নেবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের দাতা সদস্য আবু রাহাদ খান সিরাজ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনোরোগ বিশেষজ্ঞ রিসালাতুল নাহার, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার কারাতে প্রশিক্ষক জহিরুল ইসলাম আলী, নন্দিতা সুরক্ষার প্রকল্প সমন্বয়কারী তাহিয়াতুল জান্নাত রেমি, নন্দিতা সুরক্ষার সম্পাদক জান্নাতুল ফেরদৌসী মিতু প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :