কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে (৯ ডিসেম্বর) সকালে উপজেলা মোড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
উপজেলা সভাকক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা তমান্নাজ খন্দকার।
এসময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এনামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি নার্গিস আখতার, সদস্য জয়শ্রী পাল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু।
একুশে সংবাদ/আ.য
আপনার মতামত লিখুন :