নওগাঁর পত্নীতলায় আশা আয়োজিত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১০ টায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশা`র কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা এর এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফিশারিজ) সবুজ কুমার চৌধুরী।
আশা`র জেলা ম্যানেজার মামুন-অর-রশীদের সভাপতিত্বে ও আশা`র জেলা সিনিয়র রিজিওনাল ম্যানেজার (কৃষি) সাইফুদ্দিনের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী, পত্নীতলা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশা`র নজিপুর অঞ্চল সিনিয়র রিজিওনাল ম্যানেজার শামিম হোসেন, আশা`র নজিপুর শাখার সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান সরদার প্রমুখ।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলার ১১টি উপজেলার তিনটি ব্যাচে মোট ৯০জন মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
একুশে সংবাদ/আ.য
আপনার মতামত লিখুন :