গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাংলাদেশ পানি আইন ২০১৩ এবং পানি বিধিমালা ২০১৮ বাস্তবায়নে সাদুল্লাপুর উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি’র” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন । অনুষ্ঠানে (ভার্চুয়ালি) প্রধান অতিথি যুক্ত ছিলেন, মহাপরিচালক পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মোহাম্মদ লুৎফর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয় । বিশেষ অতিথির বক্তব্য বদরুল হাসান লিটন পরিচালক (পরিকল্পনা) ওয়ারপো।
পানি আইন নীতি সম্পর্কিত আলোচনা করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর । এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভু চরন দাস, সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম , সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক , পানি উন্নয়ন বোর্ড সাদুল্লাপুর নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা নিরাপদ খাবার ও ব্যবহারের পানির জন্য এবং পরিবেশ রক্ষায় নদী, খাল, জলাশয়, পুকুর রক্ষায় সকলকে এক যোগে কাজ করার কথা ব্যক্ত করেন।
একুশে সংবাদ/আ.য
আপনার মতামত লিখুন :