খুলনায় আজ (সোমবার) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এই কর্মসূচির উদ্বোধন করেন।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল, ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। খুলনা জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জনসচেতনতার বার্তা উঠে আসে।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি মোঃ তবিবুর রহমান বলেন, “দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি রুখতে হলে আমাদের নৈতিকতার পরিবর্তন আনতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। ঘর ও অফিস থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে হবে।”
তিনি আরও বলেন, “সদিচ্ছা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দুর্নীতি দূর করা সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল হাই মোহাম্মদ আনাছ এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মনি মোহন সাহা।
স্বাগত বক্তব্যে দুদকের খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ বলেন, “দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাদের শক্তি ও ঐক্যের মাধ্যমেই ভবিষ্যৎ হবে দুর্নীতিমুক্ত।”
দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মানববন্ধন এবং দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন। অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন এবং দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় থাকার আহ্বান জানান।
একুশে সংবাদ/আ.য
আপনার মতামত লিখুন :