AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় খেলার মাঠ সংস্কারের উদ্যোগ অধ্যক্ষের: স্বাগত জানাল এলাকাবাসী


ভাঙ্গুড়ায় খেলার মাঠ সংস্কারের উদ্যোগ অধ্যক্ষের: স্বাগত জানাল এলাকাবাসী

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সম্প্রতি প্রিয় এই মাঠের সংস্কার এবং আধুনিকায়নের কাজে খুশি ও আনন্দিত এলাকাবাসী।

সোমবার (৯ ডিসেম্বর) সরেজমিন দেখা গেছে, দীর্ঘদিন সংস্কারের অভাবে খেলার অনুপযোগী কলেজের মাঠ সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। যা উপজেলার ক্রীড়াঙ্গনে বেশ চমক সৃস্টি করেছে।

স্থানীয় ক্রীড়া প্রেমীরা জানান, ভাঙ্গুড়া উপজেলায় ক্রীড়ার মানোন্নয়ন, শিশু-কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই মাঠের অপরিহার্যতা অপরিসীম। তপ্ত রোদ থেকে বাঁচতে বসার জায়গা থাকা এবং পান করার জন্য সুপেয় পানির ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ মিয়া বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে সংস্কার করে মাঠটি খেলার উপযোগী করা হবে। আমি আশাবাদী অতি দ্রুতই ভাঙ্গুড়াবাসী নতুনরূপে এই মাঠটিকে ফিরে পাবেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!